নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা কৃষি দপ্তরের অফিস চত্তর এবং বাইরে সরকারি কৃষি যত্রাংশ পাইয়ে দেওয়ার নাম করে দালাল চক্র কাজ করছে। বিভিন্ন সময়ে অফিসের নাম করে সিরিয়ালের আগেই যন্ত্রপাতি পাইয়ে দেওয়ার নাম করে চাষীদের ফোন করা হচ্ছে। এটাতে একটি দালাল চক্র সক্রিয় ভাবে কাজ করছে। তাই অফিস চত্তরে বিজ্ঞপ্তি লাগিয়ে চাষীদের সচেতন করলো ডেবরা কৃষি দপ্তর।
ডেবরা এ ডি এ শতরুপা আচার্য জানান আমাদের কাছে চাষীরা অভিযোগ করছে অফিসের নামে তাদের কাছে ফোন যাচ্ছে,অফিসেও ডেকে পাঠানো হচ্ছে। কিন্তু প্রকৃত ভাবে অফিসের কেউ ফোন করছে না। এই ঘটনায় একটা দালাল চক্র কাজ করছে।তাই আমি ডেবরা ব্লকের সমস্ত কৃষকদের জানাই আপনার যাবতীয় কাজ আমাদের অফিসে এসে দেখা করে কাজ সেরে যান। এই ব্যাপারে কাউকে টাকা পয়সা দেবেন না।