অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি টাকার প্রতারণা

অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি টাকার প্রতারণা চক্রের হদিস নিউটাউনে। ১ মাস ১২ দিন অফিস খুলে কোটি টাকা প্রতারণা। দুবাই যোগ আছে বলে খবর। শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে খোঁজখবর চালানো হচ্ছে।

author-image
Jaita Chowdhury
New Update
WhatsApp Image 2025-02-01 at 17.17.28

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি টাকার প্রতারণা চক্রের হদিস নিউটাউনে। ১ মাস ১২ দিন অফিস খুলে কোটি টাকা প্রতারণা। দুবাই যোগ আছে বলে খবর। ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। নিউটাউন সিই ১৩২ নম্বর বাড়িতে অফিস খোলা হয়। উদ্ধার হয় প্রচুর নথি, ১০০ টি সিম কার্ড, ১০০ ব্যাংকের পাস বই, ১০০ টি এটিএম কার্ড। ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। ধৃতরা মূলত উত্তরাখন্ড ও ছত্রিশগড়ের বাসিন্দা।

বর্তমানে, বহু ইয়ং জেনারেশন অনলাইন গেমে মত্ত। আর সেই অনলাইন গেম খেলতে গিয়েই সর্বস্ব খোয়াচ্ছে অনেকেই। পুলিশ সূত্রে খবর, দুবাই থেকে অপারেট হওয়া একটি অনলাইন গেমের প্রতারণা চক্র নিউটনের সিই ব্লকে ১ মাস ১২ দিন ধরে অফিস খুলে কোটি টাকা মতো প্রতারণা করছিল। নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই অফিসে হানা দেয়। সেখান থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। এরা মূলত উত্তরাখন্ড এবং ছত্রিশগড়ের বাসিন্দা।

 তল্লাশি চালিয়ে এদের অফিস থেকে বহু নথি, ১০০টির মতো সিমকার্ড, এটিএম কার্ড পাস বই উদ্ধার হয়। পুলিশে জিজ্ঞাসাবাদে জানতে পারে যে এই গেম যারা ডাউনলোড করে, তারা প্রথমের নির্দিষ্ট একটি টাকা ডিপোজিট করে গেম খেলতে শুরু করে। প্রথমদিকে, এদের জেতা টাকা ফুরিয়ে দিলেও পরবর্তীতে যখন বেশি অ্যামাউন্টের টাকা দিয়ে তারা গেম খেলতে শুরু করে তখন তাদের জেতা টাকা উইড্র করতে গেলে নানা অজুহাত  দেখাতে শুরু করে। এইভাবে তারা আর তাদের জেতা টাকা ফেরত পায়না। প্রতারণা শিকার হয় তারা। 

শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে, কোথায় কোথায় অফিস রয়েছে সেই বিষয়ে খোঁজখবর নেবে বলে পুলিশ সূত্রে খবর।