নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর পিপলস কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা মেদিনীপুর শহরে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএম ও তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি।
অভিযোগ ওঠে যে মঙ্গলবার পিপলস কো-অপারেটিভ ব্যাংকের মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে ৫১টি আসনের জন্য ৫১ জন সিপিআইএম প্রার্থী সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব যাওয়ার পথে তৃণমূল কর্মী-সমর্থকরা তাদের মাঝ পথে আটকে দেয়। এরপরে তাদেরকে ফিরে যেতে ঠেলাঠেলি করা হয় বলে অভিযোগ। সিপিআইএমের প্রার্থী ও নেতা-কর্মীদের লাথি মারার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় দুই পক্ষের দুইজন আহত হয়। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআইএম নেতৃত্ব।
অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ, এলাকায় শান্তিতে ভোট প্রক্রিয়া চলছিল। সেখানে অশান্তি করার জন্যই সিপিআইএম নেতা-কর্মীরা আসছিল, তাই তাদের বাধা দিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।