নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঔষধ ও সিরিঞ্জ নাকি সংকট হয়েছে। অভিযোগ, হাসপাতালের বাইরে থেকে নাকি কিনতে হচ্ছিল রোগীদের ঔষধ। সম্প্রতি হাসপাতালের ভেতরেই বেশ কিছু মহল থেকে এমন অভিযোগ তোলা হয়েছিল। বিষয়টি জানাজানি হতেই তোলপাড় পরিস্থিতি রাজ্যজুড়ে। বুধবার দুপুরে পরিস্থিতির খোঁজ নিতে বিচারকের নির্দেশে আইনি পরিষেবা কর্তৃপক্ষের টিম হাজির হলো মেদিনীপুর হাসপাতালে। কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গে।
আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে সুমঙ্গল মুখার্জী বলেন, " আমাদের কাছে খবর গিয়েছিল মেদিনীপুর হাসপাতালে ঔষধ ও সামগ্রীর সংকট হয়েছে। তাই বিচারকের নির্দেশে আমি এসেছিলাম। হাসপাতাল সুপারের সঙ্গে কথা বলেছি। রেজিস্টার পর্যন্ত পরীক্ষা করেছি। এখানে ঔষধ সংকট নেই। সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। কয়েকদিন আগে কয়েক ঘন্টার জন্য এই সমস্যা হয়েছিল। কিন্তু তারপর এই সমস্ত জিনিসপত্র সরবরাহ হতেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। এই মুহূর্তে সবটাই স্বাভাবিক। " দুদিন আগেই এই ধরনের একটি খবরে তোলপাড় করা পরিস্থিতি তৈরি হয়েছিল। হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বহু স্তরের লোকজন।
হাসপাতালের কিছু রোগী ও জুনিয়র ডাক্তার অভিযোগ করেছিলেন, " রোগীদের প্রয়োজনীয় ঔষধ এমনকি সিরিঞ্জ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনের বাইরে থেকে রোগীর পরিবারের লোককে কিনে আনতে বলা হচ্ছিল। অনেকেই কিনে এনে চিকিৎসার জন্য সরবরাহ করেছেন। " হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত জানিয়েছেন, "এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এমন কোন পরিস্থিতি নেই। সমস্ত ঔষধ, সিরিঞ্জ সবটাই স্বাভাবিক রয়েছে।" হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সরবরাহকারী সংস্থার জটিলতার কারণে সরবরাহ কিছুক্ষণের জন্য বিভ্রাট ঘটেছিল। পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।