রাজ্যে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার, কারা পাবেন? বছরে ১৫০ দিন স্কুলে দুধ পাবে শিক্ষার্থীরা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি।

author-image
Aniruddha Chakraborty
New Update
Nayab Singh Sainiq1.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ তীজ উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, "আজ আমি ঘোষণা করছি যে হরিয়ানায় যে পরিবারগুলোর ১,৮০,০০০ টাকা পর্যন্ত আয় রয়েছে এমন পরিবারগুলোকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর দুগ্ধ উপহার প্রকল্পের আওতায় এখন থেকে ১৪-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা বছরে ১৫০ দিন স্কুলে ফর্টিফায়েড দুধ পাবে। হরিয়ানা মাতৃশক্তি উদ্যোগ প্রকল্পে এখন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঘূর্ণায়মান তহবিল ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর সামুহ সখীর সাম্মানিক ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হবে।"

ল;ন্ম

cylinder1

vcbnmm