নিজস্ব সংবাদদাতাঃ তীজ উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, "আজ আমি ঘোষণা করছি যে হরিয়ানায় যে পরিবারগুলোর ১,৮০,০০০ টাকা পর্যন্ত আয় রয়েছে এমন পরিবারগুলোকে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়া হবে।"
Under the Chief Minister's Milk Gift Scheme, now 14-18-year-old students will get fortified milk 150 days a year in schools. Under the Haryana Matri Shakti Udyam Scheme, now loans up to Rs 5 lakhs will be given. The revolving fund of women of self-help groups will increase from…
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর দুগ্ধ উপহার প্রকল্পের আওতায় এখন থেকে ১৪-১৮ বছর বয়সী শিক্ষার্থীরা বছরে ১৫০ দিন স্কুলে ফর্টিফায়েড দুধ পাবে। হরিয়ানা মাতৃশক্তি উদ্যোগ প্রকল্পে এখন থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঘূর্ণায়মান তহবিল ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হবে। স্বনির্ভর গোষ্ঠীর সামুহ সখীর সাম্মানিক ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হবে।"