অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বাচ্চাদের খাবার চুরি, এলাকায় চাঞ্চল্য

এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ বাচ্চাদের খাবার চুরি। ফলে খাবার পেলোনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাচ্চারা। পরপর তিনদিন অভুক্ত থাকতে হল তাদের। জানা গিয়েছে যে, থানায় অভিযোগ করেও আটকানো যাচ্ছেনা চুরি। এমনই ঘটনা ঘটল মানিকপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ১দিন ২দিন নয়, টানা তিনদিন পরপর পুলিশের নাকের ডগায় বচ্চাদের, চাল, ডিম, আলু সমস্তটাই চুরি করে নিয়ে গেছে চোর।

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ঘটনার সূত্রপাত গত ৪ ডিসেম্বর। স্কুলের শিক্ষিকা এবং সহায়ক স্কুলে এসে দেখেন তালা ভেঙে বাচ্চাদের চাল, ডিম ,আলু, চুরি করে নিয়ে গেছে চোর। এস আই থেকে শুরু করে মানিকপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আসে। বদল হয় তাল।

ফের ৫ইডিসেম্বর স্কুলে এসে দেখা যায় আবার নতুন তালা কেটে বাকি যা মজুত ছিলো সবটাই সাফ। এবার আরো নড়ে চড়ে বসে পুলিশ। অভিযোগ করা হয় ঝাড়গ্রাম থানায়। তদন্ত শুরু হয়। স্কুলে রাতে পুলিশের তরফে একজন গার্ড ও দেওয়া হয়। স্বস্তি পান সকলে। ৬তারিখ খাবার পায় বাচ্চারা। কিন্তু গতকাল রাতে ফের চোরের হানা ঐ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। 

আজ সাত তারিখ সকালে স্কুলে এসে চোখ কপালে দিদিমনির। ফের সব চুরি। এবার দিদিমনি একটু ভালো তালা লাগিয়ে ছিলেন। ফলে ওটা কাটা সম্ভব হয়নি চোরের। তাই সেকল টাই কেটে দরজা খুলে সব সাবার করেছে। এদিন নয় টানা তিন দিন পুলিশের নাকে ঝামা ঘষে এই চুরির ফলে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। পাহারা সরিয়ে নিলেও নজরদারি কেনো ছিলোনা তা নিয়ে প্রশ্ন সাধারন মানুষের। তবে ৫তারিখ থেকে ৭ তারিখ পরপর টানা চুরি একি স্কুলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।