নিজস্ব সংবাদদাতা : আজ ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার ম্যাডেড থানার সীমানায় একটি আইইডি বিস্ফোরণ ঘটে। এতে সশস্ত্র পুলিশ বাহিনীর এসটিএফের দুই জওয়ান আহত হন। জানা গেছে, নকশালরা নিরাপত্তা কর্মীদের বহনকারী যানবাহনগুলিকে লক্ষ্য করে এই হামলা চালায়। যদিও এই বিস্ফোরণে আহত জওয়ানদের অবস্থা স্থিতিশীল। তাদের চিকিৎসা চলছে।
/anm-bengali/media/media_files/hK40xZJtzXmx02MKJC3A.jpg)
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করার চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিজাপুরের পুলিশ সুপার (এসপি) জিতেন্দ্র যাদব, এবং তিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।