জয়েন্ট বিডিওর নামে সাইবার প্রতারণার ফাঁদ

ভাইরাল হল সেই অডিও।  

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
w

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ জয়েন্ট বিডিওর নাম করে সাইবার প্রতারণার ফাঁদ। চাকরি পাইয়ে দেওয়ার নামে একের পর এক ফোন। ভাইরাল হয়েছে সেই অডিও। এই আবহে সাবধান হওয়ার বার্তা দিয়েছেন জয়েন্ট বিডিও। সূত্র মারফত জানা গিয়েছে যে, ডেবরা ব্লকের একাধিক ফোন নাম্বারে গতকাল থেকে ফোন আসছে। ফোনে বলা হচ্ছে যে, '' আমি ডেবরার  জয়েন্ট বিডিও বলছি। চাকরি পেতে রেজিষ্ট্রেশন করুন, এবং টাকা পাঠান। ''

প্রতারণার অভিযোগ জানাতে গিয়ে প্রতারণার শিকার!

এই ফোন বিভিন্ন জনের কাছে আসতে শুরু করেছে। এতে নিজেই হতবাক জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস। এই ধরনের ঘটনার খবর আসতেই তিনি দ্রুততার সঙ্গে সঙ্গে ডেবরা থানা ও সাইবার ক্রাইমে অভিযোগ জানান। পাশাপাশি তিনি জানান, ' এই ধরনের ফোন অফিসিয়াল ভাবে কোনোদিন কেউ করে না। তাই আপনারা এই ধরনের ফোন গেলে সেটাকে ইগনোর করুন। কারণ চাকরি দেওয়ার নামে যেই ফোনগুলো আপনাদের কাছে যাচ্ছে সেগুলো ফেক। সাইবার প্রতারণার ফাঁদ। কেউ এই ফাঁদে পড়বেন না। ' এ ক্ষেত্রে উল্লেখ্য যে, সাম্প্রতিককালে প্রযুক্তি জযেমন উন্নত হয়ে উঠেছে, তেমনই পাল্লা দিয়েছে বেড়েছে প্রতারণার জাল। 

বেসরকারি বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৯