নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের রায়গড় জেলায় আগামীকাল বন্ধ থাকছে স্কুল ও কলেজ। রায়গড় জেলায় আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এবার রায়গড় জেলা কালেক্টর যোগেশ মহসে ঘোষণা করেছেন, ভারী বৃষ্টির কারণে আগামীকাল জেলার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে। উল্লেখ্য, আগামীকাল মহারাষ্ট্রের রায়গড় জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।