নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির ঘটনায় উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠছে। তবে বিজেপি পশ্চিমবঙ্গে নীতিগত দিক থেকে রাষ্ট্রপতি শাসনের বিরোধী বলে দাবি করলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসনই চায় কিন্তু নীতিগত দিক থেকে বিজেপি এর বিরোধী"।
/anm-bengali/media/media_files/q7O6fMh6I0Y7qJRc2CDV.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)