১৪ বছর খালি পায়ে! মোদির হাতে জুতো পরলেন রামপাল কাশ্যপ
BREAKING : ৫.২ মাত্রায় কেঁপে উঠল সান দিয়েগো! জানুন পরিস্থিতি
২০২৫ এর সবথেকে বড় হামলা—একসাথে ৩৪ জন নিহত, কি বললেন ট্রাম্প? জানুন
কোথায় পুলিশ মন্ত্রী? মমতার নীরবতায় ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায়! কি বললেন তিনি? জানুন
চোখে মুখে আতঙ্ক এবং শোকের ছাপ স্পষ্ট— মালদার ত্রাণ শিবির থেকে আশ্রিতদের হা হা কার
১৫-১৬ এপ্রিল ভারী বৃষ্টির সতর্কতা! জানুন বিস্তারিত
সালমান খানের গাড়িতে বিস্ফোরণের হুমকি— তদন্তে মুম্বাই পুলিশ
মুর্শিদাবাদে আগুন নেভার আগেই অগ্নিগর্ভ ভাঙড়!
“সংবিধান ছিঁড়ে ফেলেছে রাজ্য সরকার”—মোথাবাড়ি ইস্যুতে বিস্ফোরক সুকান্ত

‘প্রেম দিবসে’র আগে ফুলের বাজারে গোলাপ ফুলের দামে কাঁটা!

প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা জানাতে লাল গোলাপ চাই-ই চাই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-13 at 14.33.57

File Picture

নিজস্ব সংবাদদাতা: তোমায় আমায় মিলে ভালবাসার দিনে প্রেমিক প্রেমিকার গোলাপ বিনিময়। এই গোলাপেই যেমন কাঁটা ঠিক তেমনি ভাবে এবার দামের কাঁটা লাগছে প্রেমিক প্রেমিকার হাতে।

লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চড়া দাম। কারণ ছত্রাকের আক্রমণের কারণে শুকিয়ে যাচ্ছে গোলাপ। তাই চাহিদা মতো গোলাপ ফুলের জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ভ্যালেন্টাইন ডে-র এক সপ্তাহ আগে, খোলা বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকা হিসেবে। সেখানে ভ্যালেন্টাইন ডে-র ঠিক আগের দিন এই দাম ৫০ থেকে ৭০ টাকা ছুঁয়েছে।

rosevggjk

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, কোলাঘাট-সহ আরও কয়েকটি এলাকায় গোলাপ ফুলের দাম এরকমই। ফুলচাষি এবং জেলার উদ্যানপালন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই অঞ্চলে মূলত মিনি পোল জাতের গোলাপ চাষ করা হয়। এই জাতের ফুল ভালো থাকে ৩-৪ দিন। এই ফুলই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। প্রেমের মরশুমে, বিশেষ করে ভ্যালেন্টাইনস ডে-র আগে সব থেকে বেশি চাহিদা লাল গোলাপের। কিন্তু এ বার চাহিদা অনুযায়ী সেই গোলাপের জোগান দেওয়া যাবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় ফুলচাষিরা।

rosevrygh

প্রেম দিবস ১৪ ফেব্রুয়ারি। প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা জানাতে লাল গোলাপ চাই-ই চাই। আর সেই চাহিদাতেই এই ‘ভ্যালেন্টাইনস ডে’ আসার আগে থেকেই দামের পারদ চড়তে থাকে গোলাপের। যা নিয়ে যুগলদের মনে অভিমান থাকলেও এই দিন উপলক্ষে বা়ড়তি লাভের আশা দেখছেন গোলাপ চাষি থেকে ফুল ব্যবসায়ীরা প্রত্যেকে।