দাসপুরে অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শনে বিডিও

অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শনে বিডিও।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শন করে শিশু ও নাবালকদের সঙ্গে সময় কাটালেন দাসপুরের বিডিও। জানা গিয়েছে, আজ  দাসপুর-২ ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আজুড়িয়া শিবতলা ৯৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে যান দাসপুর -২ব্লকের বিডিও প্রবীর শিট।

সেখানে বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখার পাশাপাশি শিশুদের সাথে বেশ কিছু সময় কাটান তিনি। শিশুদের পরম স্নেহে কোলে তুলে নিতেও দেখা যায় তাকে।

এরই সাথে খেলা মাঠে বালকদের সঙ্গেও তিনি খেলার ছলে বেশকিছুটা সময় অতিবাহিত করেন বলে জানা গেছে।