নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক তরুণী ভুয়ো নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির চেষ্টা করেন। তবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা তা দ্রুত ধরতে সক্ষম হন এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বহরমপুরের মহকুমাশাসক জানিয়েছেন, তরুণী ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড তৈরির আবেদন করেছিলেন। সরকারি কর্মীরা নথিগুলির তথ্য যাচাই করতে গিয়ে সন্দেহজনক বিষয় খুঁজে পান। পরে ওই তরুণীর ঠিকানায় গিয়ে বিস্তারিত তদন্তের পর পুরো ঘটনাটি সামনে আসে। তরুণী দাবি করেন যে তাঁর বাবার নাম ওই নথিতে উল্লেখ করা রয়েছে, কিন্তু তদন্তে ওই বৃদ্ধ জানিয়ে দেন, তার মেয়ের নাম তিনি কখনও শোনেননি। এছাড়া, বৃদ্ধের তিন মেয়ে বিয়ে হয়ে অন্যত্র চলে গিয়েছেন। এতে স্পষ্ট হয়ে যায়, তরুণী যে নথি দিয়ে ভোটার কার্ড বানানোর চেষ্টা করেছিলেন তা সম্পূর্ণ ভুয়ো।
তরুণী জমা দেওয়া জন্ম শংসাপত্র ও আধার কার্ডের প্রতিলিপি পরীক্ষা করে দেখা যায় যে, উক্ত নথিগুলি ভুয়ো ছিল। হরিহরপাড়ার ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকও নিশ্চিত করেন যে, তরুণী যে শংসাপত্র জমা দিয়েছেন তা বাস্তবিকভাবে তাদের থেকে মেলেনি। এ ঘটনায়, পুলিশ তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করেছে। বহরমপুরের মহকুমাশাসক শুভঙ্কর রায় এই বিষয়ে জানান, "ভুয়ো নথি ব্যবহার করে ভোটার কার্ডের আবেদন করার অভিযোগে বিডিও থানায় অভিযোগ করেছেন এবং পুলিশ তদন্ত করবে।"