নিজস্ব সংবাদদাতা: ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ৷ এই দেশে আজও শ্রমনিবিড় কৃষি পদ্ধতি প্রচলিত রয়েছে। উন্নত প্রযুক্তির যুগে আজও ভারতবর্ষের নানান জায়গায় চিরাচরিত প্রথায় কৃষিকাজ হয়। তবে থেমে নেই প্রযুক্তিও। চলছে গবেষণা। নানান জায়গায় কৃষিকাজ নিয়ে গবেষণা হচ্ছে। নতুন দিশার সন্ধানও চলছে। আর এখানেই পথ দেখাল মহারাষ্ট্র। আখ চাষে ব্যবহার করা হল এআই। আর তাতেই সুফল মিলল হাতেনাতে। প্রযুক্তির কল্যাণে কম সময়ে উৎপাদন বাড়ল প্রায় চল্লিশ শতাংশ।
/anm-bengali/media/media_files/2024/12/24/LRNPCMV3yrhpdGOKHJSn.jpg)