ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু, ক্ষতিগ্রস্ত ফসল

ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

File Picture



ঝাড়গ্রাম: ফের হাতির হানায় মৃত্যু এক মহিলার। নাম জলেশ্বরী সিং, ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার কাঁথি গ্রামের বাসিন্দা। আজ ভোর বেলায় হাতির হামলায় মৃত্যু হয় এই মহিলার। ঝাড়গ্রাম জেলায় হাতির হানা অব্যাহত। হাতির তান্ডবে নাজেহাল নয়াগ্রাম, গোপীবল্লভপুর ২ নম্বর ব্লক, সাঁকরাইল, ঝাড়গ্রাম ব্লকের বাসিন্দারা। নয়াগ্রামে ২০ টি হাতির একটি দল রাতে লোকালয়ে প্রবেশ করে। আরো প্রায় ২০/২৫ টি হাতির দল মাঝ রাতে সুবর্নরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর ২ ব্লকের পেটবিন্ধি, বাঘুয়াশোল,  মালাই, খাড়বান্ধী, বড় আসনবনি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার সবজি ক্ষেত ও ধান চাষের জমি, মাথায় হাত ক্ষতিগ্রস্ত চাষীদের।

x

শনিবার রাতে পেটবিন্ধি ও মালাই এলাকায় ঢুকে পড়ে ২০/২৫ টির একটি হাতির দল, রবিবার ভোর রাত পর্যন্ত দাপিয়ে বেড়ায় গোটা এলাকায়। ক্ষতি হয় বহু ধান ও সবজি চাষের জমি, গ্রামবাসীদের অভিযোগ এলাকায় দেখা মেলেনি বনদপ্তরের। বনদপ্তর এর বিরুদ্ধে ক্ষুদ্ধ  এলাকাবাসী। ঝাড়গ্রামের নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর এই ব্লকগুলিতে কৃষকরা ধান, সবজি চাষের উপর নির্ভরশীল আর এভাবে ধান ও সবজি চাষের ক্ষতির কারণে হতভম্ব চাষীরা। ক্ষতিপূরণের আবেদন করেও বছরের পর বছর মেলেনা ক্ষতিপূরণ। এমনটাই অভিযোগ করেন গ্রামের বাসিন্দারা।