মৃত্যু! সরাসরি মুখ্যমন্ত্রী মমতার ওপর দায় চাপালেন অগ্নিমিত্রা

বেকারত্ব! প্রাণের ঝুঁকি নিয়ে কর্মসংস্থানের পরিণতি মৃত্যু! এবার মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন বিজেপি নেত্রী।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaa

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ফের মৃত্যু বঙ্গে। একদিক ডেঙ্গুর প্রকোপ, একদিকে দুর্ঘটনা, এবার মৃত্যু কয়লা খনিতে ধসে চাপা পড়ে। উৎসবের মরশুমে প্রাণ হারালো শ্রমিক। ঘটনাস্থল আসানসোল। এবার সরাসরি মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।
এক্স হ্যান্ডেলে মর্মান্তিক একটি ভিডিও পোস্ট করেছেন আসানসোলের বিজেপি বিধায়ক। যেখানে কয়লা খনিতে ধসে চাপা পড়ে থাকা শ্রমিকের নিথর দেহটিকে পড়ে থাকতে দেখা যাচ্ছে। অগ্নিমিত্রা পোস্টে লেখেন, ''চান্দা শিব ডাঙ্গা ওসিপির আসানসোল কয়লা খনিতে কয়লা খনিতে ল্যান্ড স্লাইডের জেরে ১৩ বছরের আরও এক নাবালকের মৃত্যু হয়েছে।'' এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে লিখেছেন, ''আপনি যখন সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছিলেন তখন আপনি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন।আজ আমাদের যুবকরা পরিযায়ী শ্রমিক অথবা অবৈধ কয়লা খনিতে কর্মরত।  আপনি এই মৃত্যুর জন্য দায়ী।''

 

 

hiring.jpg