নিজস্ব সংবাদদাতা: একদিকে কলকাতায় ডাক্তারদের চলছে আমরণ অনশন। পেরিয়ে গেছে আড়াই দিন, ঘুরেও দেখেনি প্রশাসন। আর অন্যদিকে মেয়ের ন্যায় বিচারের জন্যে জয়নগরে চলছে লাগাতার প্রতিবাদ কর্মসূচী। সকালে রাস্তা দখল করছেন গ্রামের পুরুষরা তো রাত পাহারা দিচ্ছেন গ্রামের মহিলারা। দাবি একটাই, ‘আমাদের মেয়েদের নিরাপত্তা চাই’। ‘আমার মেয়ের বিচার চাই’। এমন অবস্থায় আজ ফের নতুন করে উত্তেজনা ছড়ালো কুলতলিতে।
ফের উত্তপ্ত জয়নগর। নির্যাতিতার বিচারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। নির্যাতিতার দেহ নিয়ে মিছিল করেন গ্রামবাসীরা। তখনই এসডিপিও গ্রামে ঢোকার চেষ্টা করেন। গ্রামে ঢোকার মুখেই এসডিপিও-র গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান জয়নগরের গরানকাটি এলাকার বাসিন্দারা। পুলিশের গাড়ির চাবিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। দেখা যায়, চটি হাতে তেড়ে যান গ্রামবাসীরা। এসডিপিও গাড়ি থেকে নেমে হেঁটেই গ্রামে ঢোকেন। সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরাও।
এসব উত্তেজনার মধ্যেই এদিন গরানকাটিতে পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। পুলিশের গাড়ির কাঁচও ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি এতোটাই উত্তাল হয়ে ওঠে যে, শেষমেশ পুলিশকে গাড়ি নিয়ে এলাকা ছাড়তে হয়।