নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক পরীক্ষার পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুরু হল আজ থেকে। আর সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও খুলে দেওয়া হল বালিচক রেলগেট।
গত কয়েকমাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক রেলগেটে ফ্লাইওভার তৈরির কাজ চলছে। তাই রেলগেট পুরোপুরি সিল করা হয়েছে। মাধ্যমিক শুরুর ঠিক একদিন আগে রেল সিদ্ধান্ত নেয় যে পরীক্ষার্থীদের জন্য কিছুটা সময় রেলগেট খুলে দেওয়া হবে।
তারপর ভালো ভাবেই কেটে যায় মাধ্যমিক পরীক্ষা। আর আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক।
/anm-bengali/media/media_files/2024/12/30/bYyuhtW8H0embWJPib2d.webp)
তাই একই ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পারাপারের জন্যও রেলগেট খুলে দেওয়া হয়েছে। রেল পুলিশ ও ডেবরা থানা ট্রাফিক বিভাগের ওসি সাদ্দাম হোসেন নিজে দাঁড়িয়ে থেকে পরীক্ষার্থীদের পারাপারের ব্যাবস্থা করে দেন এদিন।