বন্ধ হয়ে যাবে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার ! ১৫ই এপ্রিল থেকে নিউ বিল্ডিংয়ে পরিষেবা শুরু হবে
সরকারি যাত্রী প্রতীক্ষালয় এখন মিষ্টান্ন ভান্ডার! ক্ষোভে যাত্রীরা, দুর্গাপুরে অভিনব দৃশ্য
কলকাতায় হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে খুলে নেওয়া হল, এবার কুলটিতে বাসে বাসে টাঙানো হল পতাকা
পিছনের টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই ভ্যান ! হতাহত শুন্য
বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে
তারা তো বাংলার মধ্যেই রয়েছেন ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে একি মন্তব্য করলেন ফিরহাদ ?
এবার দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, যন্তরমন্তরে যাচ্ছেন দাবি পূরণের উদ্দেশ্যে

বিধায়ক শুভেন্দুর এলাকায় নিউ ইনিংসের পথে অভিষেক!

নবজোয়ারের মাঝেই নতুন ইনিংসের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিধায়ক এলাকা নন্দীগ্রামে আগামীকালই নিউ রেকর্ড গড়তে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

author-image
Pallabi Sanyal
New Update
w

নিজস্ব সংবাদদাতা : শহীদ মিনারের পর নন্দীগ্রাম চলো! নবজোয়ারের মাঝেই নতুন ইনিংসের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিধায়ক এলাকা নন্দীগ্রামে আগামীকালই নিউ রেকর্ড গড়তে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তায় পদযাত্রা করবেন অভিষেক। নন্দীগ্রাম আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে তার। পাশাপাশি, চণ্ডীপুরে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যে সাইকেল আরোহী যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল সেই শেখ ইসরাফিলের পরিবারের লোকেদের সঙ্গেও দেখা করবেন ডায়মণ্ডহারবারের সাংসদ। ইতিমধ্যেই দলের তরফে চেক পৌঁছে গিয়েছে নিহত যুবকের বাড়িতে। প্রথমবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চলেছেন অভিষেক। 
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে চূড়ান্ত নাটকীয়তার সাক্ষী থেকেছে নন্দীগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জয়ী প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পরেও ঘুরে গিয়েচিল খেলা। সেই জয় ছিনিয়ে নিয়েচিলেন বিজোপির শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে নন্দীগ্রাম।