নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার ১ নং ওয়ার্ডে আবাস যোজনার বাড়ি সম্পূর্ণ করার জন্য এক লক্ষ টাকা দাবি করার অভিযোগ উঠল ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী সুশান্ত সিং এবং ঠিকাদার সুভাষ কাড়ারের বিরুদ্ধে।
/anm-bengali/media/media_files/2025/03/25/99Rtw5sRZcG8CaO4BWEi.png)
উপভোক্তা ইতু গোপের অভিযোগ, টাকা না দেওয়ায় তার বাড়ির কাজ আটকে রয়েছে। তিনি মহকুমা শাসককে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী ও ঠিকাদারের বিরুদ্ধে। কিন্তু এখনও অব্দি তার বাড়ির কাজ শুরু হয়নি। অন্যদিকে কাউন্সিলরের স্বামী সুশান্ত সিং এবং ঠিকাদার সুভাষ কাড়ার টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।