নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মেদিনীপুর শহরে বসল চিকেনের মেলা। এই মেলায় চিকেনের রকমারি পদের সম্ভার রয়েছে। চিকেনের এই মেলা মেদিনীপুরে এই প্রথমবার শুরু হল। জানা গিয়েছে এই মেলায় চিকেনের এত রকমের পদ রয়েছে যে গুনে শেষ করা যাবে না।
যেগুলি হল, চিকেন কাটলেট , চিকেন মহারানী , চিকেন পাটিসাপটা, চিকেন চাওমিন , চিকেন পাকোড়া , কাঠি কাবাব, চিকেন বিরিয়ানি, চিকেন দোপেয়াজা, কসুরি চিকেন, বউ সুন্দরী , চিকেন রোল, চিকেন গন্ধরাজ, চিকেন রেশমি কাবাব, বেগুন ভর্তা চিকেন, পালং চিকেন , মসলা চিকেন এবং আরো অনেক কিছু। আরও জানা গিয়েছে যে, সব পদের দাম আয়ত্তের মধ্যেই।
সূত্র মারফত জানা গিয়েছে, এই মেলা শুরু হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই করে সব পদ নিমেষেই শেষ হয়ে গিয়েছে। উল্লেখ্য, আজ রবিবার বিকেলে খাদ্য রসিক বাঙ্গালীদের ভিড় জমে ছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে।