বজবজের গুলিকান্ড ও বোমা বাজির ঘটনায় গ্রেপ্তার ৮, ভাইরাল ভিডিও

দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত নির্মীয়মান গোডাউন তৈরির ইমারতি দ্রব্য সরবরাহের বরাত মূলত কাদের হাতে থাকবে তা নিয়ে গতকাল বোমাবাজির ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বজবজ থানার পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মোট ৪৩ জনের নামে মামলা দায়ের করে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
bombblast-sixteen_nine-sixteen_nine-sixteen_nine

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ থানার অন্তর্গত নির্মীয়মান গোডাউন তৈরির ইমারতি দ্রব্য সরবরাহের বরাত মূলত কাদের হাতে থাকবে তা নিয়ে গতকাল ১২ ফেব্রুয়ারি ঘটে বোমাবাজির ঘটনা। আর এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বজবজ থানার পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে মোট ৪৩ জনের নামে মামলা দায়ের করে। 

 

গতকাল রাত পর্যন্ত দুই পক্ষের মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন, FIR-এ উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের তিনজন তৃণমূল সদস্য সহ এক তৃণমূল সদস্যার স্বামীর নামও রয়েছে। ইতিমধ্যে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বজবজ থানার তদন্তকারী আধিকারিকরা।