নিজস্ব সংবাদদাতা: বাড়ির পাশেই খেলছিল চার বছরের শিশু। আচমকাই ভেঙে পড়ে পাশের বাড়ির মাটির দেওয়াল। সেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের প্রসাদপুর এলাকায়। মৃত শিশুর নাম জয় দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই খেলা করছিল জয়। সেই সময়ই বাড়ির এক পাশের কাদা মাটির দেওয়াল ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচেই চাপা পড়ে যায় সে। আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।
এলাকাবাসীরা রক্তাক্ত অবস্থায় জয়কে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। পরবর্তীতে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটি জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। কিন্তু এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের বক্তব্য, গ্রামে এরকম অনেকের বাড়ি মাটির। প্রত্যেকটিই বিপজ্জনক। যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। বর্ষাকালে ভয় আরও বাড়ে। সরকারের তরফ থেকে বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে আবাসের টাকা। তাতেও বিস্তর দুর্নীতির অভিযোগ। তা নিয়েও এদিন সোচ্চার হন গ্রামবাসীরা।
উল্লেখ্য, বছর তিনেক আগে বাঁকুড়াতেও মর্মান্তিক ঘটনা ঘটে। বাড়ির পাশে খেলতে গিয়েই মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তিন শিশুর। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত শিশুদের বাবা-মাকে নিয়ে দিল্লিতে ধরনাতেও বসেছিলেন। তাঁরা বর্তমানে আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েছেন। নতুন করে একইভাবে শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জে।