হিমঘরে মজুত ৩০ লক্ষ আলুর প্যাকেট, চিন্তায় ব্যবসায়ীরা

চিন্তায় ব্যবসায়ীরা।  

author-image
Adrita
New Update
চভ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ মেয়াদ শেষ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে মজুত রয়েছে ৩০ লক্ষ আলুর প্যাকেট। এদিকে বাজারে যোগান দিচ্ছে নতুন আলু। ফলে কোল্ডস্টোরে মজুত আলু নিয়ে চিন্তিত আলু ব্যবসায়ীরা।

রাজ্য সরকারের নির্দেশ ছিল ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার। কিন্তু এখন রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু। পশ্চিম মেদিনীপুর জেলায় হিমঘর গুলিতে এখন পর্যন্ত ৩০ লক্ষ প্যাকেট আলু মজুত রয়েছে। মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুত আলু নিয়ে চিন্তা সংরক্ষণকারীদের। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ জানান, ' মেদিনীপুর এবং বাঁকুড়াকে বঞ্চিত করা হচ্ছে। স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুর ধ্বংস হয়ে যাবে।  ' কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি তা এখন দেখার বিষয়।