১৪ বছর খালি পায়ে! মোদির হাতে জুতো পরলেন রামপাল কাশ্যপ
BREAKING : ৫.২ মাত্রায় কেঁপে উঠল সান দিয়েগো! জানুন পরিস্থিতি
২০২৫ এর সবথেকে বড় হামলা—একসাথে ৩৪ জন নিহত, কি বললেন ট্রাম্প? জানুন
কোথায় পুলিশ মন্ত্রী? মমতার নীরবতায় ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায়! কি বললেন তিনি? জানুন
চোখে মুখে আতঙ্ক এবং শোকের ছাপ স্পষ্ট— মালদার ত্রাণ শিবির থেকে আশ্রিতদের হা হা কার
১৫-১৬ এপ্রিল ভারী বৃষ্টির সতর্কতা! জানুন বিস্তারিত
সালমান খানের গাড়িতে বিস্ফোরণের হুমকি— তদন্তে মুম্বাই পুলিশ
মুর্শিদাবাদে আগুন নেভার আগেই অগ্নিগর্ভ ভাঙড়!
“সংবিধান ছিঁড়ে ফেলেছে রাজ্য সরকার”—মোথাবাড়ি ইস্যুতে বিস্ফোরক সুকান্ত

চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়লো ৩ জন, গ্রেফতারের সাথে জুটলো ধোলাইও

লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে‌। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakingbig

নিজস্ব সংবাদদাতা: রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে ৩ জন ধরা পড়লো গ্রামবাসীদের হাতে। তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তিনজনকে। 

বুধবার তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। ঘটনাটি মেদিনীপুর সদরের ফুলপাহাড়ি এলাকার। পুলিশ জানিয়েছে, ওই তিন ব্যক্তি হলেন জয়ন্ত চালক (৩২), পিন্টু চালক (৪৫), শেখ কালু (৩৩)। তাদের বাড়ি পাশের আমড়াতলা এলাকায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই তিন ব্যক্তি ফুলপাহাড়ি এলাকায় কৃষি জমিতে থাকা সাবমার্সিবলের পাম্প চুরি করতে গিয়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। ওখানেই তাদের দড়ি দিয়ে বেঁধে মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে আসে থানায়। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করে‌। 

WhatsApp Image 2025-03-26 at 18.52.37

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনী এবং গুড়গুড়িপাল থানায় এর আগেও চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিল জয়ন্ত চালক। এদিন মেদিনীপুর আদালতে তাদের তোলা হয়। ওই এলাকায় বিভিন্ন চুরির হদিস পেতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। জয়ন্ত এবং কালুকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।