বসন্ত নবরাত্রি উপলক্ষে ২৬০ জন মহিলা ৬ ঘন্টা ধরে ৯ বার মা দুর্গার ললিতা পরায়নাম পাঠ করলেন

কোথায় হল এই অনুষ্ঠান?

author-image
Anusmita Bhattacharya
New Update
lalit

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: খড়গপুর শহরের নিমপুরা ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত কনক দুর্গা মন্দিরে বসন্ত নবরাত্রির শুভ উপলক্ষ্যে মা দুর্গার আরাধনা করা হচ্ছে। নবরাত্রির চতুর্থ দিন অর্থাৎ আজ সকাল ৮টা থেকে দুপুর ২.৩০টে পর্যন্ত প্রায় ২৬০ জন মহিলা প্রায় ৬ ঘণ্টা মা দুর্গার পরায়নাম পাঠ করেন। এছাড়াও, এই মন্দিরে প্রতি বছর বসন্ত নবরাত্রির সময়, মা দুর্গাকে ৯ দিন ধরে ৯ প্রকারের সজ্জা সহ পূজা করা হয়।

lalit1