উড়িয়ে দেওয়া হবে গাড়ি, হত্যা করা হবে সালমানকে ! এল হুমকি ফোন, তারপর ?
ক্যান্সারে আক্রান্ত মেহুল চোকসি, এই বিষয়টিই এবার কাজে লাগাচ্ছে তাঁর আইনজীবী
বন্ধ হয়ে যাবে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার ! ১৫ই এপ্রিল থেকে নিউ বিল্ডিংয়ে পরিষেবা শুরু হবে
সরকারি যাত্রী প্রতীক্ষালয় এখন মিষ্টান্ন ভান্ডার! ক্ষোভে যাত্রীরা, দুর্গাপুরে অভিনব দৃশ্য
কলকাতায় হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে খুলে নেওয়া হল, এবার কুলটিতে বাসে বাসে টাঙানো হল পতাকা
পিছনের টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই ভ্যান ! হতাহত শুন্য
বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে

অসুস্থ হয়ে হাসপাতালে পরীক্ষা দিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী

কি হয়েছে তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-17 at 5.18.49 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই মাধ্যমিক পরীক্ষার্থী। সেখানেই পরীক্ষার ব্যবস্থা করল পর্ষদ। একজন দুই হাতে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল। আরেকজনের গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে। প্রথমটি মেদিনীপুর সদরের চাঁদড়া এলাকার ঘটনা। 

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দুই হাতের যন্ত্রণা নিয়ে স্থানীয় দেপাড়া স্বাস্থ্যকেন্দ্রে যায় চাঁদড়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী পিযুষ রানা। প্রাথমিক চিকিৎসার পর ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। সোমবার সকাল থেকে ফের যন্ত্রণা শুরু হলে ওই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানেই সে পরীক্ষা দেয়। ওই ছাত্রের মা জানিয়েছেন, "রবিবার সন্ধ্যায় অসুস্থ হলে স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার সিটের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানানোর পর তিনি পর্ষদের সঙ্গে যোগাযোগ করেন এবং সোমবার স্বাস্থ্যকেন্দ্রেই পরীক্ষা দেয়"। অপর ছাত্রের নাম শিবা মাহালি। সে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠের ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র নারায়ণগড় আর আর বি এল উচ্চ বিদ্যালয়। গতকাল বাড়ির ডাব গাছে উঠেছিল। সেখান থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায়। তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। পর্ষদের মনিটরিং কমিটির জেলা আহ্বায়ক সুভাষ হাজরা জানিয়েছেন, "জেলাতে দুজন পরীক্ষার্থী হাসপাতালে পরীক্ষা দিয়েছে। সমস্তরকম ব্যবস্থা করা হয়েছিল তার জন্য"।

WhatsApp Image 2025-02-17 at 5.18.50 PM