অসুস্থ হয়ে হাসপাতালে পরীক্ষা দিল দুই মাধ্যমিক পরীক্ষার্থী

কি হয়েছে তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-17 at 5.18.49 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই মাধ্যমিক পরীক্ষার্থী। সেখানেই পরীক্ষার ব্যবস্থা করল পর্ষদ। একজন দুই হাতে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল। আরেকজনের গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে। প্রথমটি মেদিনীপুর সদরের চাঁদড়া এলাকার ঘটনা। 

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দুই হাতের যন্ত্রণা নিয়ে স্থানীয় দেপাড়া স্বাস্থ্যকেন্দ্রে যায় চাঁদড়া উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী পিযুষ রানা। প্রাথমিক চিকিৎসার পর ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। সোমবার সকাল থেকে ফের যন্ত্রণা শুরু হলে ওই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানেই সে পরীক্ষা দেয়। ওই ছাত্রের মা জানিয়েছেন, "রবিবার সন্ধ্যায় অসুস্থ হলে স্কুলের প্রধান শিক্ষক মলয় কুমার সিটের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি জানানোর পর তিনি পর্ষদের সঙ্গে যোগাযোগ করেন এবং সোমবার স্বাস্থ্যকেন্দ্রেই পরীক্ষা দেয়"। অপর ছাত্রের নাম শিবা মাহালি। সে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠের ছাত্র। তার পরীক্ষা কেন্দ্র নারায়ণগড় আর আর বি এল উচ্চ বিদ্যালয়। গতকাল বাড়ির ডাব গাছে উঠেছিল। সেখান থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায়। তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। পর্ষদের মনিটরিং কমিটির জেলা আহ্বায়ক সুভাষ হাজরা জানিয়েছেন, "জেলাতে দুজন পরীক্ষার্থী হাসপাতালে পরীক্ষা দিয়েছে। সমস্তরকম ব্যবস্থা করা হয়েছিল তার জন্য"।

WhatsApp Image 2025-02-17 at 5.18.50 PM