সুপ্রিম' রায়ের পরেই স্কুলে অনুপস্থিত ১৫জন চাকুরিহারা শিক্ষক

স্কুল পরিচালনাকে কেন্দ্র করে বিপাকে প্রধান শিক্ষক।

author-image
Jaita Chowdhury
New Update
হাইকোর্ট সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের (High Court) রায় বহাল রাখল সুপ্রিম কোর্টSsc (Supreme Court)। এসএসসির (SSC Recruitment Scam) ২০১৬-এর গোটা প্যানেল বাতিল। 'সুপ্রিম' রায়ের পরের দিনেই স্কুলে অনুপস্থিত ১৫জন চাকুরিহারা শিক্ষক। স্কুল পরিচালনা নিয়ে সমস্যার মুখে প্রধান শিক্ষক। ক্লাসে ক্লাসে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন প্রধান শিক্ষক নিজেই ।