ভোটের আগে বড় সিদ্ধান্ত বিজেপির, কপাল খুলল দুজনের

রাজস্থানে ফের ক্ষমতায় ফেরার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। অন্যদিকে ক্ষমতায় টিকে থাকতে মরিয়া কংগ্রেস।

author-image
SWETA MITRA
New Update
bjp mpss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একদম দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। চলতি মাসেই দেশের ৫ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে এই নির্বাচন সেমিফাইনাল বলে দাবি করছে বিশিষ্ট মহল। এদিকে আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টি (BJP) তাদের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাম নিবাস মীনাকে তোদাভিম (এসসি) আসন থেকে প্রার্থী করা হয়েছে। শিব আসন থেকে স্বরূপ সিং খাড়াকে টিকিট দেওয়া হয়েছে। এর আগে বিজেপি তিনটি তালিকা প্রকাশ করেছে এবং মোট ১৮২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখন চতুর্থ তালিকা প্রকাশের পর ১৮৪টি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এখন দলটিকে ১৬টি আসনে প্রার্থী ঘোষণা করতে হবে।