পয়লা বৈশাখে সোনার গয়নার কথা ভুলে যান, দাম ১ লাখের গণ্ডি ছুঁল বলে

সোনার গয়নাতে জোর ঝটকা খেতে চলেছে আপামোড় বাঙালি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gold-ezgif.com-avif-to-jpg-converter

File Picture

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার পাল্টা শুল্কের প্রভাব বিশ্ব বাজারে ব্যাপক প্রভাব ফেলেছে। এর জেরে মঙ্গলবার ভারতীয় শেয়ার বাজারে এক ধাক্কায় ১০০০ পয়েন্টের বেশি পতন হয়েছে সেনসেক্সে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকেই সোনার দিকে ঝুঁকেছেন, ফলে এর দাম নতুন নজির গড়ে ৯২ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গেছে। স্বাভাবিক ভাবেই পয়লা বৈশাখের আগে সোনার গয়নাতে জোর ঝটকা খেতে চলেছে আপামোড় বাঙালি। 

এদিন ২৪ ক্যারাট পাকা সোনার (১০ গ্রাম) দাম প্রথমবার ছুঁয়েছে ৯১,৭৫০ টাকা, কর-সহ যা দাঁড়িয়েছে ৯৪,৫০২.৫০ টাকা। ২২ ক্যারাট গয়নার সোনার দামও বেড়ে ৮৯,৮১৬ টাকা প্রতি ১০ গ্রাম হয়েছে। শুধু সোনা নয়, রুপোর দামও বেড়ে কেজিতে লাখ টাকার গণ্ডি পেরিয়ে গেছে।

Gold

সোনার দোকানের অধিকর্তাদের কথায়, “বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং ডলারের দাম বৃদ্ধিই সোনার দাম বৃদ্ধির মূল কারণ”। লগ্নিকারীরা শেয়ার বাজার থেকে সরে এসে সুরক্ষিত বিনিয়োগ হিসেবে সোনায় অর্থ ঢালছেন, যার ফলে এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

অঙ্কুরহাটি জুয়েলারি পার্কের প্রেসিডেন্ট অশোক বেঙ্গানী অবশ্য এক্ষেত্রে অন্য কথায় বলছেন। তাঁর মতে, পয়লা বৈশাখের আগে সোনার দাম ৬-৭ শতাংশ কমতে পারে। তবে বাজার পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়। তবে পয়লা বৈশাখে যে এবারে বাঙালির মুখে হাসি ফোটাতে পারছে না সোনার অলঙ্কার তা এক প্রকার নিশ্চিত।