ফিরে দেখাঃ দুর্নীতির মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

author-image
Adrita
New Update
রাজনৈতিক অস্থিতিশীলতা নেই রাজ্যে, আশ্বস্ত করলেন হেমন্ত সোরেন

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালে ভারতের রাজনীতির দুনিয়ায় বহু উল্লেখনীয় ঘটনা ঘটে গিয়েছে। তার মধ্যে অন্যতম হল দুর্নীতির মামলায় গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

সূত্র মারফত জানা গিয়েছে যে, সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গত ২৯ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে যে, মুখ্যমন্ত্রীর এই গ্রেফতারি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে তার মালিকানাধীন একটি জমির সাথে সম্পর্কিত। এই মামলায় ইডি দাবি করেছিল যে, তিনি ভারতীয় সেনাবাহিনীর মালিকানাধীন জমি বেআইনিভাবে বিক্রি করে "অপরাধের অর্থের মাধ্যমে" সম্পত্তি কিনেছিলেন। অন্যদিকে, হেমন্ত সোরেন এই অভিযোগ অস্বীকার করেন। 

Hemant Soren Age: মুখ্যমন্ত্রী বয়স ভাঁড়িয়েছেন? ৫ বছরে ৭ বছর বয়স বাড়ল,  জোর বিতর্কে হেমন্ত - Jharkhand Chief Minister Hemant Soren age increased by  seven years in five years abk - Aaj