ফিরে দেখা রাজনীতি- সরকার গড়লেও বিজেপির হাতছাড়া একক সংখ্যাগরিষ্ঠতা- আরও একবার নজরে লোকসভা নির্বাচন

সরকার গড়লেও বিজেপির হাতছাড়া একক সংখ্যাগরিষ্ঠতা।

author-image
Aniket
New Update
modi rahul abhishek

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৪ ভারতের রাজনীতিতে বড় ভূমিকা পালন করেছে। একের পর এক রাজ্যের নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন ২০২৪ সাল ভরপুর থেকে রাজনৈতিক চর্চায়। এবছর লোকসভা নির্বাচনে চমক দেখতে পাওয়া গিয়েছে। ৪০০ পারের দাবি তুলে এনডিএ জোট ৩০০ ও পার করতে পারেনি। ২৯৩-এ থামাতে হয়েছে দৌড়। একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপিও। ২৪০ টি আসন পেয়ে বিজেপির দৌড় শেষ হয়েছে লোকসভা নির্বাচনে। তবে জোটের সঙ্গে মিলে ফের প্রধানমন্ত্রীত্ব পেয়েছেন নরেন্দ্র মোদী।

modi rahul gandhi.jpg

লোকসভা নির্বাচনে ব্যাপক ফল করে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোট ২৩৪ টি আসন পেয়ে একতরফা সরকার ভাঙতে বড় ভূমিকা পালন করেছে লোকসভা নির্বাচনে। যেখানে বড় ৩ টি দল হিসাবে উঠে এসেছে ৯৯ টি আসন নিয়ে কংগ্রেস, ৩৭ টি আসন নিয়ে সমাজবাদী পার্টি ও ২৯ টি আসন নিয়ে তৃণমূল।