নিজস্ব সংবাদদাতা: ইন্ডিয়া জোটে একের পর এক সমস্যা দেখা দিয়েছে। হরিয়ানায় কংগ্রেসের ভরাডুবির পরেই কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহারাষ্ট্রে নির্বাচনের পর ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্ডিয়া জোটের অলিখিত নেতা ছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটের নেতৃত্ব হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বার বার উঠে আসছে। এবার ইন্ডিয়া জোটের অন্য শরিক দল আরজেডির সুপ্রিমো লালু প্রসাদ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্বের পক্ষে সওয়াল করছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সাংবাদিকদের বলেন, "আমি ইন্ডিয়া ব্লক চালাতে পারি। যদি তারা ইন্ডিয়া ব্লক না চালাতে পারে।", লালু সাংবাদিকদের বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ দেওয়া উচিৎ।" অন্যদিকে, শরদ পাওয়ার বলেছেন, “তিনি একজন যোগ্য নেতা… এবং এটা বলার অধিকার তাঁর আছে। তিনি সংসদে যে সাংসদদের পাঠিয়েছেন তারা কঠোর পরিশ্রমী এবং সচেতন। "সোমবার, সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ রাম গোপাল যাদব বলেছেন যে এখন পর্যন্ত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ ছিলেন "ভারত ব্লকের নেতা"। তবে ইন্ডিয়া ব্লকের একাধিক নেতা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি পশ্চিমবঙ্গে হওয়া ব্যাপক দুর্নীতির কথা তিনি উল্লেখ করেন।