নিজস্ব সংবাদদাতা: গত অক্টোবর মাসে শেষ হয় হরিয়ানা বিধানসভা নির্বাচন। আর সেখানেই ফের পদ্ম ফোটালো বিজেপি। ফলাফলে চমক ধরে রাখলো বিজেপি। গত ৮ অক্টোবর হরিয়ানা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। আর সেখানে সকাল থেকে দেখা যায় কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে বেলা বাড়তেই ফলাফল ঘুরে যায় ১৮০ ডিগ্রি। তখন থেকেই এগিয়ে যায় বিজেপি। আর তারপর ফলাফল শেষে মুখে চওড়া হাসি নিয়ে সরকার গঠন করে গেরুয়া শিবির।
একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে হরিয়ানায় ঐতিহাসিক তৃতীয় বারের জন্য সরকার গঠন করলো বিজেপি। পদ্ম শিবিরের প্রাপ্ত আসন সংখ্যা ৪৮। আর কংগ্রেস জেতে ৩৭টি আসনে। হরিয়ানাতে মোদি ফ্যাক্টরই জোরকদমে কাজ করে। যার জন্যে সেখানে টিকতে পারে না অন্য বিরোধীরা।
হরিয়ানার এই ফলাফলের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মানুষকে জয় উৎসর্গ করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। এই নিয়ে টানা তৃতীয়বার হরিয়ানায় সরকার গঠন করলো বিজেপি। প্রথম শুরুটা হয় মোদির জমানা থেকেই। ২০১৪ সালে প্রথম সরকার গঠন করে বিজেপি। এরপর ২০১৯ সাল এবং আর এই বার ২০২৪-এও সরকার গঠন করলো বিজেপি। অর্থাৎ হরিয়ানায় মোদি ম্যাজিক যে একটা বড় অংশ তা নিয়ে কোনও সন্দেহ নেই।