২০২৪-এর জানুয়ারিতে রাম মন্দিরের যাত্রা শুরু, নতুন বছরেও থাকছে চমক

এবছরের শুরুতে গ্র্যান্ড ওপেনিং হয়েছে রাম মন্দিরের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ram-mandir

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবছর যদি বলি শুরুটা হয়েছে রামলালার আশীর্বাদ দিয়েই, তাহলে বোধহয় ভুল হবে না। কেননা, জানুয়ারির ২২ তারিখেই রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হয়। রীতিমতো জাঁকজমক করে সম্পন্ন হয় সেই প্রতিষ্ঠা পর্ব। রাম মন্দিরের কাজ তখনও বেশ খানিকটা বাকি ছিল। কিন্তু মূল প্রাঙ্গণ তৈরি হয়ে যাওয়ায়, রামলালাকে পুনরায় প্রতিষ্ঠা করা হয় রাম মন্দির প্রাঙ্গণে। 

তবে এবার জানা যাচ্ছে আরও এক সংবাদ। নাকি ২০২৫ সালের মাঝামাঝিতেই সম্পন্ন হয়ে যাবে রাম মন্দির। উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ হবে ২০২৫ সালের জুলাইতে। 

৭০ একরের রাম জন্মভূমিতে আরও ১৮টি মন্দিরের কাজ শেষ করার আলাদা আলাদা ডেডলাইন দিয়েছে এই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তা তৈরি হতে মার্চ থেকে অগস্ট মাস পর্যন্ত সময় লাগবে। 

ram temple

ট্রাস্টের তরফে বলা হয়েছে, ‘রাম মন্দিরের গ্রাউন্ড ফ্লোর তৈরি হয়ে আছে। ফার্স্ট আর সেকেন্ড ফ্লোর অর্থাৎ দোতলা আর তিনতলার কাজ চলছে’। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র মনে করছেন যে ২০২৫ সালের জুলাই মাসের মধ্যে রাম মন্দির তৈরির কাজ শেষ হবে। ট্রাস্টের পরিকল্পনা রয়েছে যে, ২০২৫ সালে ১১ জানুয়ারি রাম মন্দিরের ফার্স্ট ফ্লোরের উদ্বোধন হতে পারে।

এবছরের শুরুতে গ্র্যান্ড ওপেনিং হয়েছে রাম মন্দিরের। কার্যত প্রতিষ্ঠা দিবসের দিন চাঁদের হাট বসেছিল মন্দির প্রাঙ্গণে। আর প্রধানমন্ত্রীর হাত দিয়েই প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। আর তাঁর সাথেই নতুন ইতিহাস রচনা হয় ভারতের বুকে।  

fgxchvjbk,n.