নিজস্ব সংবাদদাতা: বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে? ভাবছেন আদপেও সুরক্ষিত কি সুরক্ষিত নয়? তবে বলে রাখা ভালো নিউ ইয়ার ট্রেন্ডে এই বিটকয়েন কিন্তু অবশ্যই তালিকায় থাকবে। কেননা ২০২৪-এও যেভাবে পপুলারিটি পেয়েছে বিটকয়েন, ঠিক সেরকম ভাবেই ২০২৫-এও এটি বাজার কবজা করে রাখবে।
২০২৫ সালে ভারতে বিটকয়েনের ভবিষ্যত কী সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। বিশেষজ্ঞরা অবশ্য জানাচ্ছেন, বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা বিটকয়েনকে বিনিয়োগের একটি মাধ্যম হিসেবে দেখছেন। তারমধ্যে ভারতীয় বিনিয়োগকারীরাও রয়েছেন। ভারতে বিটকয়েনে বিনিয়োগের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে।
বিটকয়েনের শেয়ার বাজার মূল্য তাই ক্রমেই বাড়ছে। বিটকয়েন কে ডিজিট্যাল সোনাও বলা হয়ে থাকে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি কেউ ২০১৩ সালে পাঁচটি বিটকয়েন কিনে থাকেন, তবে তাঁরা আজ বিশাল লাভের উপর বসে আছেন। কেননা, তখন বিটকয়েনের দাম ছিল প্রায় $1,000। এখন, যেটি $101,000 ছাড়িয়েছে। অর্থাৎ যাঁরা বিটকয়েনের ওপর ভরসা করেছিলেন, তাঁরা ১১ বছরে ১০০ গুন লাভবান হয়েছেন।
তা বলে কি কোনও রিস্ক নেই। রিস্ক যেকোনো মুনাফাতেই থাকে। তবে বিটকয়েনের ক্ষেত্রে লাভের মুখটাই বেশি দেখে বিনিয়োগকারীরা। তাই নতুন বছরে যদি চান বিটকয়েনের সঙ্গ ধরতে তাহলে, অবশ্যই একবার ভেবে দেখতে পারেন।