নিজস্ব সংবাদদাতা: এবছরের মত শেষ সূর্যাস্ত হয়ে গেল। ফের অপেক্ষা এক বছরের। এক বছর পরইন ফের দেখা মিলবে সূর্যের। তাই বছর শেষের সূর্যাস্তকে সেই ভাবেই বিদায় জানালো আপামোড় দেশবাসী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সূর্য এক চিলতে হাসি দিয়ে জানালো বিদায়। আর সেই মুহুর্তই ক্যামেরা বন্দী হল উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত।
/anm-bengali/media/media_files/2024/12/31/sun-set.png)
/anm-bengali/media/media_files/2024/12/31/sun-set-1.png)