নিজস্ব সংবাদদাতা: ২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততোই বাড়ছে হিন্দু-মুসলিম রাজনৈতিক তর্জা। বিজেপির সরাসরি হিন্দুত্ব প্রচারের জবাব দিতে এবার ময়দানে নেমে পড়লো তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই বিভিন্ন এলাকা ঢাকা পড়লো হলুদ পোস্টারে। হিন্দুত্বের পাল্টা পোস্টারে শহর ছেয়ে দিল তৃণমূল।
নির্বাচনের আগে বিজেপি এবার সরাসরি ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগানকে সামনে রেখে শহরের বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর থেকেই বিজেপি হিন্দুত্ব প্রচারে আরও জোর দিচ্ছে। হিন্দুত্ব ইস্যুকেই কার্যত তারা তাঁদের পাখির চোখ করছে।
/anm-bengali/media/media_files/2025/03/18/1V5LyQTMTKDuOKW2Njag.jpeg)
তাই এবার বিজেপির এই হিন্দুত্ব প্রচারের জবাবে তৃণমূলের আইটি সেল শহরজুড়ে বিভিন্ন জায়গায় পাল্টা পোস্টার লাগিয়েছে, যেখানে লেখা হয়েছে – ‘হিন্দু হিন্দু ভাই ভাই, আধার লিঙ্কে ফাইন খাই’; ‘হিন্দু হিন্দু ভাই ভাই, তবু তেলের দামে লোটা চাই’; ‘হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু বাঙালি পূর্ণমন্ত্রী নাই’।
এই পোস্টার শ্যামবাজার, বিধাননগর, বিকাশ ভবন, ফুলবাগান, করুণাময়ী, সিটি সেন্টার, রাজাবাজার, লেকটাউন সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে। এমনকি মালদা, বাঁকুড়া, হাবড়া থেকে বরানগর, রায়গঞ্জ। আবার নদীয়ার হরিণঘাটা, কল্যাণী থেকে বীরভূমের সাঁইথিয়া কিংবা ঝাড়গ্রাম শহর পর্যন্ত পড়েছে এই পোস্টার। আর তা নিয়েই এখন নতুন করে তোলপাড় রাজ্য-রাজনীতি।