নিজস্ব সংবাদদাতা: তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের স্রষ্টা। দলের সকল কর্মী সমর্থকদের দিদি। এককথায় তিনিই তৃণমূলের সর্বেসর্বা। তিনিই দলের শেষ কথা, এই কথা বহুবার নিজের মুখেই বলেছেন তৃণমূল নেত্রী। এমনকি দলের নবীন-প্রবীণ ঠান্ডা যুদ্ধের মধ্যেও তিনি নিজের স্থান স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন।
আর এহেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার যেন আরও বৃহত্তর আকারে আবির্ভূত হতে চলেছেন তৃণমূল কংগ্রেস এর সমস্ত নেতা, কর্মী, সদস্য ও সমর্থকদের সামনে। ফের একবার এই বার্তাই দিতে চলেছেন যে, তিনি এখনও তৃণমূল কংগ্রেসের শেষ কথা।
কিছুদিন যাবৎ এই বার্তা তিনি ঘুরিয়ে ফিরিয়ে, বারে বারে দলের সব স্তরের নেতা কর্মী সদস্য ও সমর্থকদের দিচ্ছিলেন অল্পবিস্তর। কিন্তু এবার একেবারে প্রকাশ্যে, কোনও রকম রাখঢাক না রেখে একদম সরাসরি এই বার্তা দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই বার্তার আগাম পূর্বাভাস বা প্রতীকী বার্তা যেন তুলে ধরছে ওই একটি মাত্র ব্যানারই।
ফাইল চিত্র
২০২৬ এর বিধানসভার নির্বাচনের আগে এটিই প্রথম মেগা সমাবেশ। নিঃসন্দেহে এদিনের এই অধিবেশনের পাখির চোখ একমাত্র ২০২৬-এর নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্যে যে মঞ্চ থেকে দিক নির্দেশ করবেন দলনেত্রী, সেই দিকেই এখন তাকিয়ে সকলে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের কি স্ট্র্যাটেজি, সেই বার্তায় আজ দেবেন দলনেত্রী। একই সাথে নবীন-প্রবীণকে যে একসাথেই চলতে হবে, সেই বার্তাও দেবেন নেত্রী, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে।
সর্বপরী দলের একমাত্র ‘Decision Maker’ যে তিনিই, সেই বিষয়টিও এদিন কথায় কথায় বুঝিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যার ছবি ইতিমধ্যেই ধরা পড়েছে নেতাজী ইন্ডোরের মূল মঞ্চের ব্যানারেও। যে ব্যানারে রয়েছে শুধু আর শুধুমাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। যেখানে নেই দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও। যা সত্যিই বার্তা দিচ্ছে অনেক কিছু। যা প্রকাশ্যে আসবে আর কিছুক্ষণ পরই।