নিজস্ব সংবাদদাতা: তিনজন অন্তঃসত্ত্বা মহিলাকে লাইফ সাপোর্ট সহ গ্রিন করিডরের মাধ্যমে কলকাতার এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিষাক্ত স্যালাইনের কারণে শনিবার এক প্রসূতির মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে দুই জনকে ভেন্টিলেশনে রাখা রয়েছে। শনিবার একজন ভেন্টিলেশনে ছিলেন। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে আরও একজনকে ভেন্টিলেশনে রাখা হয়।