নিজস্ব সংবাদদাতা: গুজরাটের সাবরমতি আশ্রমে আচমকা অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম। জানা গিয়েছে, প্রবল গরমের কারণে তিনি আচমকা অজ্ঞান হয়ে যান। দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, প্রচণ্ড গরম এবং শরীরের পানিশূন্যতার কারণেই এই অবস্থা হয় চিদাম্বরমের। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি, এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
/anm-bengali/media/media_files/GmORsKMdumwoQeuusxRZ.jpg)
উল্লেখ্য, ভারতীয় আবহাওয়া দফতর ইতিমধ্যেই গুজরাট-সহ দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বিশেষ করে গুজরাটে আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসচেতনতা এবং সতর্কতা অবলম্বনের আবেদন জানিয়েছেন বিশেষজ্ঞরা।