নিজস্ব সংবাদদাতা : স্কুলে চাকরি হারানো শিক্ষকদের সঙ্গে আজ মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখেছে, যার ফলে স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিযুক্ত ২৫ হাজারের বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল হয়ে যায়।
/anm-bengali/media/media_files/UX51ofkzvwkuTo73LvwR.jpg)
এই পরিস্থিতিতে চাকরি হারানো অনেকেই বড় ভরসা রাখছেন মুখ্যমন্ত্রীর উপর। বৈঠকের স্থানে দাঁড়িয়ে এক প্রাক্তন শিক্ষক, ইয়াসমিন পারভিন বলেন, "আমরা নিয়ম মেনেই চাকরি পেয়েছিলাম। ৭ বছর ধরে কাজ করেছি। এখন হঠাৎ করেই বেকার হয়ে গেলাম। আমাদের কিছু চাই না, শুধু আমাদের চাকরিটাই ফেরত চাই।" চাকরি হারানো হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ আজ অনিশ্চিত। তাঁদের একটাই আশা—এই বৈঠক থেকে বেরিয়ে আসুক কোনও আশার আলো।