তারাপীঠ মন্দিরে জারি নতুন নিয়ম! কখন খুলবে মন্দির, ক'টায় বন্ধ হবে? লাইনে দর্শন হবে?

তারাপীঠের তারার মন্দিরে নতুন নিয়ম চালু হল পৌষ মাসের একেবারে প্রথম দি নেই। জেনে নিন সেগুলি।

author-image
Anusmita Bhattacharya
New Update
temple_tarapith

নিজস্ব সংবাদদাতা: তারাপীঠের মা তারার মন্দিরে নতুন নিয়মগুলি জানেন? মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। ভক্তদের মোবাইল গেটেই নিরাপত্তা রক্ষীদের কাছে জমা দিয়ে দিতে হবে। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবাইতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়।

১. মন্দির নির্দিষ্ট সময়ে খুলতে ও বন্ধ করে দিতে হবে। 
২. মা তারার মন্দিরে নির্দিষ্ট সময়ে ভোগ নিবেদন বাধ্যতামূলক করতে হবে।
৩. পুজোর জন্য মাত্র দু'টি লাইন- সাধারণ লাইন ও বিশেষ লাইন। 
৪. মন্দিরের গর্ভগৃহে গোলাপজল, আলতা নিবেদন করা যাবে না।