নিজস্ব সংবাদদাতা : কলকাতায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন স্কুল সার্ভিস কমিশনের (SSC) মাধ্যমে নিযুক্ত হয়ে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। সুপ্রিম কোর্ট সম্প্রতি কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখেছে, যেখানে ২৫,০০০-র বেশি শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করা হয়েছে।
/anm-bengali/media/media_files/1000069634.jpg)
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় আশার আলো দেখছেন অনেকেই। নেতাজি ইন্ডোরে বৈঠকের বাইরে এক শিক্ষক বলেন, "প্রায় ১৯ হাজার নির্দোষ প্রার্থী আছি আমরা। আমরা হাই কোর্টে হেরে গিয়েছিলাম, সুপ্রিম কোর্টে গিয়েছিলাম ন্যায়ের আশায়, কিন্তু রায় আমাদের পক্ষে এল না। এই দুর্নীতির ফাঁদে পড়ে আমরা শুধুই বলির পাঁঠা।" তিনি আরও বলেন, "আবার পরীক্ষা দেব না আমরা। কেনই বা দেব? আদালতের নির্দেশে যাঁরা দোষী, তাঁদের ৬ মাসের বেতনের টাকা সুদ-সহ ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু আমাদের দোষ তো প্রমাণই হয়নি!"
/anm-bengali/media/media_files/2025/04/07/pBG8XCA98hF3aW99lHX5.jpg)
চাকরি হারানো এই শিক্ষক-শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের আশায় এসেছেন। তাঁদের আশা, মুখ্যমন্ত্রী তাঁদের যন্ত্রণার কথা বুঝবেন এবং একটা মানবিক সমাধান বার করবেন।