নিজস্ব সংবাদদাতা: শিয়ালদা ডিভিশনে আগামী পাঁচদিন ধরে রেলকাজের চলবে। এই কারণে মোট ৩০০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত বালিঘাট ও বালিহল্ট ব্রিজের মাঝের মেরামতির কাজের জন্য এই বাতিল থাকবে কার্যকর। নিত্যযাত্রীদের চরম অসুবিধা হবে।
শিয়ালদা-দত্তপুকুর রুটে বাতিল:
ট্রেন: ৩৩৬২১, ৩৩৬২৮
শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট রুটে বাতিল:
ট্রেন: ৩৩৪১১, ৩৩৪১২
শিয়ালদা-মধ্যমগ্রাম রুটে বাতিল:
ট্রেন: ৩৩৪২১, ৩৩৪২২
শিয়ালদা-ডানকুনি রুটে বাতিল:
আপ ট্রেন: ৩২২১১, ৩২২১২
ডাউন ট্রেন: ৩২২১২, ৩২২১৪
নৈহাটি-ব্যান্ডেল রুটে বাতিল:
আপ ট্রেন: ৩৭৫৩৫, ৩৭৫৩৭, ৩৭৫৪৫, ৩৭৫২৯, ৩৭৫২১, ৩৭৫২৩, ৩৭৫৫৫, ৩৭৫৫৭
ডাউন ট্রেন: ৩৭৫৩৮, ৩৭৫৪০, ৩৭৫৪৮, ৩৭৫৩২, ৩৭৫২২, ৩৭৫২৪, ৩৭৫৫৬, ৩৭৫৫৮
শিয়ালদা-ডানকুনি এবং শিয়ালদা-কল্যাণী সীমান্ত-সহ আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল হল।