নিজস্ব সংবাদদাতা : আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি নিয়ে কথা বলতে গিয়ে, বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভয়ার বাবা। তিনি বলেন, ''একা সঞ্জয় নয়, বরং অনেকেই আমার মেয়ের ধর্ষণ ও হত্যার সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, প্রমাণ নষ্ট করার কাজেও বহু মানুষের হাত রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে এই প্রমাণ লোপাটের প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন।”
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
এছাড়াও তিনি বলেন, “পুলিশ তদন্তের সময় কুকুর স্কোয়াড এনেছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেই তদন্তের কোনও রিপোর্ট পাইনি। আমাদের বিশ্বাস আদালত সঠিক বিচার করবে।”