নিজস্ব সংবাদদাতা: আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানির সম্ভাবনা। গতকালই দিল্লিতে পৌঁছে গেছেন নিহত চিকিৎসকের মা-বাবা। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আজ শুনানি হতে পারে। আর জি কর কাণ্ডে সিবিআই তদন্তে খুশি নয় পরিবার। এর আগে দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে নিজেদের অসন্তুষ্টির কথা প্রকাশ করেন আর যে করেন নিহত চিকিৎসকের মা-বাবা। পরিবারের দাবি, অনেক রহস্য উন্মোচিত হয়নি সিবিআইয়ের তদন্তে। এরপরে সিবিআই তৎপরতা বাড়ে। কলকাতা পুলিশের এক সাব-ইন্সপেক্টর এবং এক মহিলা পুলিশ কর্মীকে সিজিও জিজ্ঞাসাবাদ করা হয়। এই আবহেই আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি হতে পারে।