নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিজের মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন অভয়ার বাবা-মা। ৯ই অগস্ট ২০২৪ সালে ঘটে যাওয়া আর জি কর মেডিক্যাল কলেজের সেই খুন ও ধর্ষণের ঘটনায় নিজের মেয়েকে হারাতে হয়েছিল এই হতভাগ্য বাবা-মাকে। এক নিমেষে ছারখার হয়ে গিয়েছিল তাদের জীবন। কিন্তু তারপরেও যে একটা এত বড় লড়াই তাদেরকে লড়তে হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি এই হতভাগ্য বাবা-মা। আর এই লড়াইটা ছিল নিজের মৃত মেয়ের ডেথ সার্টিফিকেট পাওয়ার লড়াই। এই ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য দীর্ঘ দিন ধরেই, নানান অফিস, নানান দপ্তরে ঘুরে বেড়াতে হয়েছে তাদেরকে। আর অবশেষে আজ দীর্ঘ ৭ মাস পর নিজের মৃত মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন অভয়ার বাবা-মা, দীর্ঘ ৭ মাস পর অবশেষে আজ অভয়ার ডেথ সার্টিফিকেট ইস্যু করলো স্বাস্থ্য দপ্তর।
/anm-bengali/media/media_files/H4AbU2qzdLsubcy98Djg.jpg)
এখনও এই কেসে অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে, এখনও মূল অভিযুক্তের সংখ্যা ঠিক কত ? বা আর কারা কারা এই ঘটনায় আরও জড়িয়ে আছেন, সেই বিষয়েও রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। কিন্তু তাও দীর্ঘ ৭ মাস অপেক্ষা করার পর, নিজের মৃত মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাওয়াও, যেন তাদের কাছে ক্ষনিকের স্বস্তির মতোই।