যুবতী সমস্যা নিজে ডেকেছিলেন! ধর্ষণের মামলায় হাইকোর্টের মন্তব্যের কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
গরম থেকে মুক্তি পেতে ক্লাসরুমের দেওয়ালে গোবর লাগালেন প্রিন্সিপাল!
পাঁচ বছরের শিশুকে খুনের প্রধান অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু! পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা
'জ্বলছে বাংলা, আর হামলাকারীদেরই শান্ত হতে বলছেন মুখ্যমন্ত্রী'
ভয়ের নাম মুর্শিদাবাদ
মুর্শিদাবাদে জোড়া খুন, আসছে জাতীয় মানবাধিকার কমিশন
কলকাতার বাতাসে বিষ মেশাচ্ছে ধুলো আর ধোঁয়া সমীক্ষায় ফাঁস হল দূষণের নয়া চিত্র, বিপদের ইঙ্গিত বিশেষজ্ঞদের
ফের বিজেপির রাজ্য নেতার নামে পোস্টার!
সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে! কীসের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ! অবশেষে মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন অভয়ার বাবা-মা

দীর্ঘ টালবাহানার পর অবশেষে আজ অভয়ার ডেথ সার্টিফিকেট হাতে পেলেন অভয়ার হতভাগ্য বাবা-মা।

author-image
Debjit Biswas
New Update
;;;

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিজের মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন অভয়ার বাবা-মা। ৯ই অগস্ট ২০২৪ সালে ঘটে যাওয়া আর জি কর মেডিক্যাল কলেজের সেই খুন ও ধর্ষণের ঘটনায় নিজের মেয়েকে হারাতে হয়েছিল এই হতভাগ্য বাবা-মাকে। এক নিমেষে ছারখার হয়ে গিয়েছিল তাদের জীবন। কিন্তু তারপরেও যে একটা এত বড় লড়াই তাদেরকে লড়তে হবে তা হয়তো কল্পনাও করতে পারেননি এই হতভাগ্য বাবা-মা। আর এই লড়াইটা ছিল নিজের মৃত মেয়ের ডেথ সার্টিফিকেট পাওয়ার লড়াই। এই ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য দীর্ঘ দিন ধরেই, নানান অফিস, নানান দপ্তরে ঘুরে বেড়াতে হয়েছে তাদেরকে। আর অবশেষে আজ দীর্ঘ ৭ মাস পর নিজের মৃত মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পেলেন অভয়ার বাবা-মা, দীর্ঘ ৭ মাস পর অবশেষে আজ অভয়ার ডেথ সার্টিফিকেট ইস্যু করলো স্বাস্থ্য দপ্তর।

r g karnews

এখনও এই কেসে অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে, এখনও মূল অভিযুক্তের সংখ্যা ঠিক কত ? বা আর কারা কারা এই ঘটনায় আরও জড়িয়ে আছেন, সেই বিষয়েও রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। কিন্তু তাও দীর্ঘ ৭ মাস অপেক্ষা করার পর, নিজের মৃত মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাওয়াও, যেন তাদের কাছে ক্ষনিকের স্বস্তির মতোই।