কবিগুরুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী

প্রখ্যাত বাঙালি কবি, পণ্ডিত, ঔপন্যাসিক, নাট্যকার, মানবতাবাদী, দার্শনিক এবং নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আজ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
modi tagore.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী (Narendra Modi) টুইট করেন, 'তাঁর জন্মজয়ন্তী উপলক্ষে গুরুদেব ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। শিল্প কলা থেকে সঙ্গীত এবং শিক্ষা থেকে সাহিত্য পর্যন্ত তিনি বিভিন্ন ক্ষেত্রে একটি অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন কবিগুরু। একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও আলোকিত ভারতের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি পূরণে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।'   


এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ টুইট করেন, 'আমাদের জাতীয় সংগীতের রচয়িতা, মহান দার্শনিক ও কবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাই। তাঁর অতুলনীয় সৃষ্টিগুলি শতাব্দী ধরে সমস্ত ভারতীয়ের হৃদয়ে মানবিক মূল্যবোধ এবং জাতীয়তাবাদের অনুভূতিকে বাঁচিয়ে রাখবে।'