আজ শহরে জ্বালানির দর কত?

কেন্দ্র সরকারের শুল্ক কমাবার সিদ্ধান্তে দাম কমলো জ্বালানির।

author-image
Shroddha Bhattacharyya
New Update
sdfghnm,

নিজস্ব সংবাদদাতা: লোকসভা ভোটের আগেই জ্বালানির দরে লক্ষ্য করা গেলো বড় পরিবর্তন। কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলে ২টাকা করে শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে। যার জন্য পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি দুটাকা করে কমেছে।
আজ সকাল থেকেই পেট্রোলের নতুন দাম প্রযোজ্য হবে গোটা দেশে।

publive-image

মুম্বাই, কলকাতা, চেন্নাইয়ে আজ পেট্রোলের দাম যথাক্রমে ১০৪ টাকা ২১ পয়সা , ১০৩ টাকা ৯৪ পয়সা এবং ১০০ টাকা ৭৫ পয়সা।

publive-image

অন্যদিকে, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাইয়ে ডিজেলের দর যথাক্রমে ৮৭ টাকা ৬২ পয়সা, ৯২ টাকা ১৫ পয়সা, ৯০ টাকা ৭৬ পয়সা এবং ৯২ টাকা ৩৪ পয়সা।

publive-image

publive-image

publive-image

ADDD